কুরআন অবমাননা করে কেউ
পায়নি নিস্তার,
তাঁর আলো সব দিকে আরো
হয়েছে বিস্তার।
কুরআন মুমিনের অন্তর গভীরে
অমূল্য রতন,
মুমিন বুকে তা ধারণ করে রাখে
সর্বদা যতন।
কুরআনকে প্রাণ দিয়ে ভালোবাসা
মহা গুরু দায়িত্ব,
এরই পথে অবিরাম কাজ করে
গড়তে সৌভ্রাতৃত্ব।
সবার কাছে নাজাতের প্রচার করা
ঈমানী কাজ,
কায়েম করতে চেষ্টা সাধনা করে
কুুুুুুুুরানী রাজ।
আল্লাহর রঙ্গে রাঙ্গাতে নিজেকে
সাজায় যারা,
আরাম আয়েশে সুখেতে থাকবে
জান্নাতে তারা।
কুরআন আল্লাহর বাণী সন্দেহ
নেই তাহাতে,
মানব মুক্তির সব কিছু্ই বর্ণিত
আছে যাহাতে।
ওহে মানব সমাজ! একটু পড়ে দেখ
এই কুরআন,
ইহাই আসমান থেকে নাযিল হওয়া
সেই ফুরকান।
লেখা: কল্যাণপুর, ঢাকা।
১৭.১০.২০২১