ফুলকে বলি
ফুলকে বলি রুপ লাবণ্য
কে দিয়েছে তোমায়?
সুমিষ্ট ঘ্রাণ ছড়িয়ে দিয়ে
প্রভুর কথা শোনায়।
গোলাপকে বলি তোমায়
কে প্রস্ফুটিত করে?
আকাশ পানে ইশারা তার
মহান প্রভুর তরে।
হে হাসনাহেনা এত ঘ্রাণ
কোথায় তুমি ফেলে?
প্রভুর প্রতি বিশ্বাসী হলে
সেখান থেকে মেলে।
সব ফুলেরা জোট হয়ে
আমায় বলে যায়,
বিশ্ব মাঝে যা কিছু হয়
স্রষ্টার ইশারায়।
ফুলের কথা শুনে আমি
অবাক চেয়ে রই!
এসো সবে ফুলের মতো
দৃঢ় বিশ্বাসী হই।
কল্যাণপু, ঢাকা।
৩০.০৬.২০২২