ফরমান
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
২৯.০৮.২০২১

কাতার বন্দী হয়ে দ্বীনের পথে যারা
সীসাঢালা প্রাচীর দৃঢ়ভাবে গড়ে
অপরাধের দেয়াল ভাঙ্গতে লড়ে
তাঁর ভালোবাসা প্রেম পায় গো তারা।

আল্লাহর ভালোবাসা পেতে হলে মুমিন
উছওয়ায়ে হাসানার কর অনুসরণ
এভাবে করে যাও প্রতিশ্রুতি পূরণ
তাঁর ভালোবাসার বরকতে ভরুক জমিন।

ক্ষমার দ্বার প্রসারিত অবারিত তাঁহার
তিনি ক্ষমাশীল দয়াবান
বান্দাকে করে স্নেহ দান
তাঁর ছাড়া আদর মমতা আর পাবে কাহার?

সদা প্রহরী লেখেন সবার কাজ ভাল মন্দ
সব জানে তারা কিরামান কাতিবীন
শয়তান হলো চির আদুওউম্ মুবীন
আমলনামা ঝুলবে গলে নয় কোনো সন্দ।

ওহে মুমিন মুসলমান হোও এবার সাবধান
তাওহীদ রিসালাত আখিরাত মানো
কুরআন হাদীস পড়ে সঠিকটা জানো
ইহা আল্লাহর চিরস্থায়ী জারি করা ফরমান।

মনসুরাবাদ,ঢাকা।