শুধু মাত্র এক আল্লাহর জন্য!
আমি বাঁচব এবং মরব কেন!
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
কথা বলবো আবার বলবো না
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
সংগঠিত হবো আবার হবো না
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
বন্ধুত্ব করবো অথবা করবো না
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
গল্প কবিতা লিখব, লিখব না
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
আমি গান গাইব, গাইব না
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
ভালোবাসবো ভালোবাসবো না
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
কাউকে দান করবো করবো না
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
ন্যায়ের পথে অবিচল থাকবো
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
দ্বীনি আন্দোলনে শামিল হবো
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
প্রতিটি মূহুর্ত অতিবাহিত হবে
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
মানবতার সেবা করে যাবো
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
সুষ্ঠু সমাজ বিনির্মাণ করবো
শুধু মাত্র এক আল্লাহর জন্য!
এভাবে আমি করি ইবাদাত
তিনি দিবেন সুখের জান্নাত!
কল্যাণপুর, ঢাকা।
১০ আগষ্ট ২০২৩
২৬ শ্রাবন ১৪৩০
২২ মুহাররম ১৪৪৫