ফিরে যাবো
ফিরে যাবো, ভালোবাসার কোমলতায়,
যে ভালোবাসায় নিজেকে জড়াতে পারিনি,
পারিনি বলে, সেখান থেকে রই দূরে,
কিন্তু যে আমাকে কখনো ভুলে না,
নিয়মিত রাখে আমার খবরা খবর,
সে কতই না ভালোবাসে আমাকে?
তাকে আমি যতই এড়িয়ে চলি, দূরে রাখি,
তবুও সে আমাকে ভালোবাসে, আরো বেশি।
দিন যায়, মাস যায়, যায় বছর,
সে কেবলই ভালোবেসে যায়,
তার ভালোবাসা থেকে আমাকে দূরে রাখেনি।
আমি অকৃতজ্ঞের মতো তাকে সরিয়ে রাখি,
লুকোচুরি খেলি আর দিয়ে যাই ফাঁকি,
আমি মনন করলাম, আমি ফিরে যাবো,
ফিরে যাবো, তার ভালোবাসার অমরতায়,
তার ভালোবাসা আমার পরম শান্তি সুখের নীড়।
কল্যাণপুর, ঢাকা।
২০.০২.২০২১