আমরা শিশু বলব কিছু
বলতে দিলে না
গুলি করে মারছ শুধুই
বাঁচতে দিলে না।
নিষ্পাপ আমি করিনি পাপ
তবুও করছ দহন
মারছ কেবল মরছি আমি
কে করবে লাশ বহন?
মা,বাবা, ভাই, বোনকেও
দিলে না রেহাই
তোমরা পশু দানব সমান
মানবতা নাই।
চিৎকার করে বলতে চাই
কি অপরাধ আমার?
কোন কিছু বুঝার আগেই
করলে আমায় সাবাড়।
ফিলিস্তিন আমার জন্মভূমি
করছ জবর দখল
আলআকসা বিশ্বাস আমার
তোরা ঈমানহারা সকল।
ফিলিস্তিন আমার ভালোবাসা
যতই মারো আমায়
লড়াই করে শহীদ হবো
কে আছে বল্ থামায়?
শহীদ যারা মরে না তারা
আল্লাহর ঘোষণা
হয়তো শহীদ নয়তো জীবন
মুমিনের কামনা।
আমরা শিশু বলব কিছু
বলতে দিলে না
গুলি করে মারছ শুধুই
বাঁচতে দিলে না।