ফিলিস্তিন
মুহাম্মদ মোজাম্মেল হোসেন
১৫/১০/২০২৩

ফিলিস্তিনে চলছে এখন মহা যুদ্ধ
বুলেটের আঘাতে জর্জরিত গাজা
জায়নবাদের হিংস্র থাবায় রক্তাক্ত
প্রিয় মুসলিম উম্মাহ জনসাধারণ।

নারী শিশু বৃদ্ধ নিহতের পর নিহত
লাশের পর লাশের সারি নিথর দেহ
স্বজনদের আহাজারি শোকে কাতর
ব্যথাতুর বেদনায় নীল হয় অন্তরাত্মা।

আপন ঠিকানায় নিজেরা পরবাসী
সেই অধিকারাদায়ে প্রাণ বিসর্জন
দিয়েও ফিরে পাচ্ছে না বাঁচার স্বপ্ন
মানবতা বিশ্ব অমানবিক নিষ্ঠুর আজ।

মুসলিম জাগবে না ফিলিস্তিন বাঁচাতে?
ঐক্য হবে না সত্যের ছায়াতলে আশ্রয়ে
অন্তর কাঁপে না ফিলিস্তিন শিশুর কান্না
নারীদের চিৎকারে! তোমার ঘুম ভাঙো।