ফেরে না
জানি
মরণের পর দেখা হবে
থাকতেই হবে তাঁর জন্য প্রতীক্ষায়
পরিচয় ও ঠিকানা জানা আছে
লওহে মাহফুজে সংরক্ষিত
অধিষ্ঠিত আছে আরশে আজীমে।
খুঁজতেই হবে গ্রহ তারায়
অন্তরীক্ষে জ্যোতিষ্কে উল্কাপিন্ডে।
অনুসন্ধান করি পাবার আশায়
জন্ম মৃত্যু সব কিছু সত্য;
যা করে সত্যের রহস্য উম্মোচন।
যারে চেনা যায় জানা যায়
অগণিত কুরআনের পাতায়
সার্বক্ষণিক তাতে চোখ রাখা যায়?
খাঁচা থাকবে না ঠিকই
পাখি উড়বে সুখের অনন্ত কাননে
পৃথ্বীর কোনো কিছু স্থায়ী নয়
একমাত্র আখিরাতই স্থায়ী হয়।
সংগোপনীয় রহস্য
অবলোকন করা যায়
যদি থাকে অন্তর্দৃষ্টির উম্মুক্ত আকাশ
সিজদায় বিনয়ী কপাল নোয়ালে
তাঁকে করা যায় অতি আপন।
মৃত্যুই জীবনের শেষ আস্বাদন নয়
মৃত্যুই নিয়ে যায় অনন্ত জীবনের
চিরস্থায়ী ঠিকানায়-
যে ঠিকানা থেকে কেউ ফেরে না।
কল্যাণপুর, ঢাকা।
২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০
০৯ রবিউল আউয়াল ১৪৪৫