ফ্যাসিস্টদের দেখতে যদি তোমরা কেউ চাও
আ'লীগের সতেরো বছরের শাসন দেখে নাও।
শাসন তো নয় ছিল কেবল দুঃখ ব্যথা গ্লানি
একটুখানি ভুলের তরে করে কেবল মান হানি।
একটুখানি প্রতিবাদে সিংহাসন নড়বড় করে
ধইরা ধইরা তাই সবাইকে জেলখানাতে ভরে।

চুরি ডাকাতি দুর্নীতি করে মোটা হতো ঘাড়
স্বৈরাচারী তকমা নিতে ভালো লাগতো তার।
সতেরো বছরের এ শোষণের নেই তুলনা আর
ভোটার ছাড়া নির্বাচন দিয়ে নিত দায়িত্ব ভার।
মিষ্টি কথায় লুকিয়ে থাকতো দুষ্ট প্রদীপ রাশি
শত্রুকে সে মারতে পারলে মুখে আসতো হাসি।
বিলাসিতায় জীবন তাহার বিলাসবহুলে বাস
দেশের মানুষকে কষ্ট দিয়ে করতো উপহাস।
সারা দেশে কারো কাছেই ছিল না কোনো হাসি
ঝরে পড়তো সবখানেতেই কষ্ট রাশি রাশি।
গুম করে আয়না ঘরে রাখতো তাদের বেঁধে
অশ্রু তাদের গড়িয়ে পড়তো শুধু কেঁদে কেঁদে।

ফ্যাসিস্টদের মনোপ্রাণ মিথ্যা দিয়ে যায় ভরে
কাকে ধরে কাকে মারে মুন্ডু গিজগিজ করে।
বুলেট বোমা গুলি দিয়ে খুন ঝরাতো বলে
নির্মমতার দৃশ্য দেখে সবাই তার বিরুদ্ধে চলে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত্, পালালো অবশেষে
জগদ্দল পাথরের কষ্ট থেকে মুক্তি পেল শেষে।

২১/১১/২০২৪, বৃহস্পতিবার।