ফ্যাসিজম
ফ্যাসিজম কখনো শান্তির পথ হতে পারে না
একক সত্তাকে রুপ দিতেই ঘুরে ফিরে আসে
জাতিকে বিভক্ত করতে করে নানা পরিকল্পনা
শ্রেণী বিভাজন সমাজ পৌঁছে যায় ধ্বংসনাশে।
চরম ডিকটেটরশীপ চলে আকাঙ্খার বিপরীত
অসন্তোষ আসে ব্যক্তি থেকে ব্যক্তি রন্দ্রে রন্দ্রে
হিংসা ছড়ায় রয় না বিবেক ফিরে আসে অহীত
স্বজনপ্রীতির দাবানল জ্বলে ফ্যাসিজমের তরে।
সুবিধাভোগীরা পা চাটে দাম্ভিকতায় পুড়ে মরে
কাছের লোকেরাও পাত্তা পায় না তাদের কাছে
কীভাবে লুটেপুটে খাবে বহ্নি ঢুকে অতৃপ্ত উদরে
ভেবেছে সম্পদ স্থায়ী রবে বিনাশ হবে না পাছে!
হে সুবিধাভোগী! একদিন জীবনবসান হবেই হবে
চোখ বন্ধ করে ভাবো কী করছো এ জগৎ সংসারে
কেউ বোঝা বইবে না যাদের জন্য করছো এ ভবে
সময় থাকতে ফিরে আসো ন্যায়ানুগ পোষাক পরে।
স্বৈরাচারী ছেড়ে বাস্তব জীবনে কল্যাণের পথ ধরো
ভালোবাসা পাবে আরো পাবে শ্রদ্ধা সম্মান মর্যাদা
বিনয়ের চাদরে মুড়িয়ে আসো সবাইকে বুকে ভরো
ভুলে যাবে অতীত এগিয়ে যাবে সঙ্গে নিয়ে পূর্ণতা।
২৪.০৯.২০২৪