ফ্যাসিবাদ
ফ্যাসিবাদ হিংস্রবাদ তাদের কাছে
মানবাধিকার নেই,
অস্ত্র আছে তোষামোদকারি আছে
তাই কোনো ভয় নেই।
ভুক্তভোগি যারা যদি করে প্রতিবাদ
সইতে পারে না একটুও,
যদিও হয় সেই প্রতিবাদ অহিংস
এবং শান্তিপূর্ণ তবুও।
পেটুয়াবাহিনী আর দালালবাহিনী
মিলে, গ্রেনেড টিয়ার শেল,
মারে তো মারে আবার ধরে নিয়ে
ভরায় জেলখানার শূণ্য সেল।
এমন যদি হয় কোথায় পাবে আশ্রয়
ভাবে তো ভাবে জনগণ,
ফ্যাসিবাদ নিপাত যাবে যদি ঐক্য
হয়ে তারা করে সত্যপণ।
# মানবাধিকার দিবসের কবিতা
১০ ডিসেম্বর ২০২৩