এমন মানুষ

সত্য সুন্দরের কথার আড়ালে
লুকায় কুৎসিৎ মনোভাব,
বাস্তবে কোনো কাজে জড়ালে
বুঝা যায় তার সেই স্বভাব।

ক্ষমতা বিত্তে চিত্ত নয় উন্নত
হিংসার চিত্র ফুটে উঠে,
অহিংস চেতনার সুমতামত
এড়িয়ে চলে মন্দ রুটে।

এমন মানুষ সমাজে করে বাস
যার সাথে থাকা দায়!
পরের মতকে করে উপহাস
স্বমতেই দেয় সায়।

থাক যতো ভুলভাল তাতে
মানতেই হবে তা,
ক্ষমতা থাকতে হবে হাতে
খোঁজে না সমঝোতা।

আসলে, কথায় ও কাজে যদি
মিল না থাকে কারো,
তাহলে তার সাথে চলতে গেলে
সমস্যা বাড়ে আরো।

ত্যাগ ও কুরবানীর মানসিকতা
সতত থাকা উচিৎ,
দৃষ্টিভঙ্গিও থাকবে সুপরিচ্ছন্নতা
সফল হবে তড়িৎ।

চলিতেছি পথ দেখিতেছি পর্বত
তেমনি হোক মন উচ্চ,
মানিবে সবাই জানিবে হিম্মত
অসুন্দর হবে তুচ্ছ।

ঢাকা-
০৭.০৩.২০২৪