ট্রায়োলেট (ঈমানের সাথে)

মরতেই যখন হবে ঈমানের সাথে মরো,
ভালো আমলে জীবন করো আলোকিত।
কুরআন হাদীস পড়ে সঠিক পথটি ধরো,
মরতেই যখন হবে ঈমানের সাথে মরো,
সেবা পরিষেবা দিয়ে সকলের মন ভরো,
দুই হাত উঠিয়ে করবে দোয়া অবারিত।
মরতেই যখন হবে ঈমানের সাথে মরো,
ভালো আমলে জীবন করো আলোকিত।

কল্যাণপুর, ঢাকা।
২৬.০৭.২০২২