ঈমানের দ্যুতি ছড়াবে বিশ্বময়
মুমিনের প্রধান কাজ
যা ভাল তাই ছড়াও সবাই
করবে না কোন লাজ।
আল্লাহর সামনে হাজির হওয়াকে
যারাই করবে ভয়
আমলে সালিহ করবে নিয়মিত
মন্দ কিছুতেই নয়।
যাহাই জানবে মানবেও তাহাই
বলবেও অনুরুপ কথা
নির্দেশনা দিয়েছেন রসূল এভাবে
ইহাই সঠিক মানবতা।
কথা ও কাজে মিল থাকে যেন
সামাজিক কায়কারবারে
শঠতা কিংবা প্রতারণা নয়
খাটবে সততা প্রচারে।
কুরআন হাদীস পড়ে জ্ঞানার্জনে
বিকশিত করবে নিজেকে
জ্ঞানের আলোতে আলোকিত হবে
রাজি করতে আল্লাহকে।
লেখা: ২২ এপ্রিল ২০২১ইং