ইলহাম খাতুন

নয় কোনো বাধা হিজাব তোমার
উচ্চ শিক্ষার পথে,
অধ্যয়ন ও অধ্যবসায় যদি থাকে
এগিয়ে যায় ভবে।

প্রবল আগ্রহ অবিরাম ইচ্ছাতে
আর কঠিন শ্রম সাধনায়,
সময়ের সঠিক মূল্য দিলে তবে
ললাট কপাট খুলে যায়।

ক্লিনিকেলি সাইকোলজি পড়তে চান
শিক্ষার্থী ইলহাম খাতুন,
তার এই ফলাফলের জন্য সবাই
অভিনন্দিত করে রাখুন।
কল্যাণপুর, ঢাকা।
২২.০৬.২০২২

সূত্র : দৈনিক নয়াদিগন্ত অনলাইন সংস্করণ
তারিখ: ২২ জুন-২০২২