একুশ এলে বায়ান্নর কথা
মনে পড়ে যায়
ভাষার জন্যই ওই সময়ে
রক্ত ঝরে বাংলায়।

রক্ত ঝরল শহীদ হলো
বিপ্লবী বীর তরুণ
ভাষার আঁধার দূর হয়ে
উদিত হলো অরুণ।

রাষ্ট্র ভাষা বাংলা আমার
কাড়তে চাইল যারা
বীর বাঙ্গালী লড়াই করে
ফিরাইল ভাষা তারা।

মায়ের ভাষা বাংলা ভাষা
শ্রেষ্ঠ ভাষার মান
বিশ্ববাসী দিয়েছে বলেই
এ ভাষা আজ প্রাণ।

সর্বস্তরে চালু করা হোক
বাংলা ভাষায় সব
হোক না এমন বুঝার মতো
বাড়ুক কলরব।

শিশু কিশোর স্বল্প জ্ঞানী
বুঝতে পারে যেন
বাংলাতেই সব হচ্ছে সদা
জাগ্রত মন হেন।

এই ভাষাতে জানতে হবে
কুরআন হাদীস জ্ঞান
ক্বালবে সালীম হবে সবার
করতে সত্য ধ্যান।