একুশ আমার মনাকাশে
নতুন ভোরের আলো,
একুশ আামার ক্লান্ত দেহে
সব করে দেয় ভালো।

মাতৃভাষার মর্যাদা রক্ষায়
জীবন দিলো যারা,
সত্য ন্যায়ের প্রতীক হয়ে
স্মরণীয় তারা।

একুশ আমার প্রেম নদীতে
ভাসমান এক তরী,
সেই নদীতে ভাসতে গিয়ে
মনটা কেবল ভরি।

একুশ সবার ভালোবাসায়
মায়া ভরা প্রাণ,
মায়ের ভাষা সবার সেরা
শিখছি বয়ান।

কল্যাণপুর, ঢাকা-১২০৭
১৬.০২.২০২২