একটু ভাবো
মুহাম্মাদ মোজাম্মেল হোসেন
০৫.০১.২০২২
ডানা মেলে পাখি উড়ে আকাশে
আবার সেই ডানা গুটিয়েও রাখে সে
তাকে কে রাখে স্থির শুন্যালোকে
একটুও কি ভাবছে কেউ তাকে নিয়ে?
হলদে বর্ণের ফসল দেখে কৃষক যখন হাসে
হিল্লোলিত হয় ধানের থোন্না উড়ে বাতাসে,
সেই দৃশ্য দেখে সবার মন সুখেতে ভাসে,
কে সাজালো এমন দৃশ্য একটু ভাব বসে?
যদি খাদ্য সম্ভার সম্পদরাজী বন্ধ করে দেয়
পুনরায় তোমায় সেই খাবার ফিরিয়ে দেবে কে?
নিত্য তোমার মনের খবর রাখেন যিনি, একমাত্র,
সেই দয়াময় আল্লাহ তাআলাই ফিরিয়ে দেবেন।
জ্বলন্ত অগ্নির বাসিন্দা কে হতে চায় বলো?
বাঁচতে হলে সত্যিকারের পথে চলো,
আর অনুধাবন করো যত আছে আসল মূলো
মিথ্যা যতো পায়ের তলে পিষ্ট করে এগিয়ে চলো।।
বিবেক দিয়ে একটু ভাবো নয়নাভিরাম দৃশ্য গুলো।
খুশি মনে সবাই হও আল্লাহর কাছে অতি প্রিয়।