একটি পাখি
একটি পাখি আসলো উড়ি
কইতে কথা মধুর সুরে,
প্রেমের দোর খুলবে বলে
চায় না যেতে বহু দূরে।
সেই পাখিটি খুশীর তোড়ে
বসলো এসে কাছে ঘেঁসে
চোখে ঠোঁটে শরীর জুড়ে
পাখা ঝাপটায় প্রেমাকাশে।
খেয়ে দেয়ে মনের সুখে
গেল চলে আপন নীড়ে
ডালে ডালে সবুজ পত্রে
ভালোবাসা যায় বিলিয়ে।
তোহফা কিছু পেয়ে পাখি
মিষ্টি ঠোঁটে একটু হাসি
শান্তি নামক বার্তা নিয়ে
বলে চুপিচুপি ভালোবাসি।
কল্যাণপুর ঢাকা।
০৮.০৫.২০২৩
২৫ বৈশাখ ১৪৩০
১৭ শাওয়াল ১৪৪৪