একটি নির্বাচন চাই
জনগণের আস্থা আসে এমন
সাহসে তাদের মনটা ভাসে
খুশি মনে ভোটটি দিবে
পছন্দমত প্রার্থী খুঁজবে
এমন একটি নির্বাচন চাই।
মনে কারো ভয় থাকবে না
এগিয়ে চলে পিছপা হবে না
আমানতের সঠিক প্রয়োগ
প্রশান্তিতে করবে উপভোগ
সেরকম একটি নির্বাচন চাই।
বন্দুকের নলে ছিনতাই হবে না
আঁধার রাতে বাক্স ভরবে না
দিনের আলোতে হবে ভোট
জাঁকজমকে নিবে না নোট
আস্থা রাখা নির্বাচন চাই।
হিংসাহিংসি লাঠিয়াল বাহিনী
পত্রিকাতে লিখবে না কাহিনী
সবাই সবারে দেখাবে সম্মান
কথায় কাজে করবে না অপমান
এমনই একটি নির্বাচন চাই।
দেশপ্রেমিক করতে যাচাই
সৎ ও দায়িত্ববান করতে বাছাই
সুশৃংখল দেশ করতে গঠন
দেশপ্রেমে রাখতে মনন
সেইরুপ একটি নির্বাচন চাই।
আগামী প্রজম্মের নিরাপদ ভাবনায়
সুষ্ঠু জীবন পরিবেশ কামনায়
সৌরভে সুরভিত ফুলেল বাগান
বাঁচবে মরবে হয়ে মহান
তেমন একটি বাংলাদেশ চাই।
কল্যাণপুর, ঢাকা।
৩১.০৫.২২