একটি বছর

জীবন থেকে একটি বছর
হারিয়ে গেল শেষে,
ভাবতে বসে ভাবতে থাকি
কী পেলাম অবশেষে!

পাপের বোঝা ভারি হলো
নেকের বোঝা কম,
যেসব ভালো করার ছিলো
হলো না একদম।

আফসোস আর হতাশায়
মনটা শুধু কাঁদে,
পরের বছর করবো ভালো
তৃপ্তিতে ও স্বাদে।

নতুন বছর হোক আমাদের
আশীর্বাদে পূর্ণ,
মন্দ যত আছে কত শত
করে দিবো চূর্ণ।

হে প্রভু দয়া করো মোদের
শক্তি যোগাও মনে,
তোমার পথেই থাকি সদা
থেকো তুমি স্মরণে।

৩১-১২-২০২৩