এক হয়ে যাই
বিভাজন বিভক্তি বিভেদ ভুলে
এসো না এক হয়ে যাই,
এসো না সবাই একাকার হয়ে
স্রষ্টার জয়গান গাই।
হিংসা রেষারেষি ভেদাভেদ রেখে
বুকেতে বুক মিলাই,
এসো না কুরআনের ছায়াতলে
মনো প্রাণ জুড়াই।
কারো প্রতি অভিযোগ না এনে
ভাই ভাই হয়ে যাই,
জমিনে খিলাফত ক্বায়েম হোক
এটাই তো শুধু চাই।
সবাই যখন শান্তিতে থাকবে
যেনো দোয়াটুকু পাই,
সত্যবাণী লিখে রাখি ক্বলবে
আল্লাহ আছে সর্বদাই।
কল্যাণপুর, ঢাকা।
৩১ অক্টোবর ২০২২
১৫ কার্তিক ১৪২৯
০৪ রবিউস সানি ১৪৪৪