ঈদুল আজহা ত্যাগের ঈদ
দিয়ে যায় বার্তা,
পশুত্ব যবেহতে জেগে উঠে
মৃত প্রায় আত্মা।
মুমিন হৃদয় সিক্ত করে তার
পূরায় ঈমানের স্বাদ,
প্রভুর সন্তোষ অর্জন লাভে
মিটায় মনের সাধ।
ফিবছর কুরবানী স্মরণ করে
দিয়ে যায় খবর,
বাঁচা মরা আল্লাহর জন্যে
ধরতে বলে সবর।
সালাত কায়েম সকল কাজে
মনোযোগী হতে,
দয়াময়ের দয়া অবারিত হবে
নিত্য দিনে রাতে।
হাবিল কাবিল কুরবানী দিল
কবুল হলো হাবিলের,
তাক্বয়ার গুণে কুরবানী দিলে
কবুলও হতো কাবিলের।
হঠাৎ রেগে বলল কাবিল
খুন করবো তোকে,
বলল হাবিল কবুল করে
তাক্বয়া দেয় যাকে।
তুমি আমায় মারতে চাও
আমি কিছুই বলব না,
পুরষ্কার পায় মুত্তাক্বী যারা
তা তুমি জানলে না।
পিতার কথা শুনে ছেলে
নিজেকে করল পেশ,
বাপ বেটা পরীক্ষা দিয়ে
সফল হলো বেশ!
সেই কুরবানীর সিলসিলা
চলছে এখনো রেশ,
আত্মত্যাগের সেই মহিমায়
অন্যায় করি শেষ।
মুসলিম দাবি করি যারা
ইসমাইলের মতো,
সিদ্ধান্ত নিব খুশি মনে
আসুক বাধা যতো।
আল্লাহ দেখে মনটা তোমার
অন্য কিছু নয়,
জীবন যাপন করো সদা
মনে রেখে ভয়।
শান্তি সুখের সমাজ গড়তে
কুরবানীরই শিক্ষা,
তাঁরই কাছে চাইব কেবল
তাঁরই দয়ার ভিক্ষা॥