ডাস্টবীনের কীট
ডাস্টবীনের কীট
মাথায় শুধু সীট
সুন্দর কিছু দেখলে
হার্ট করে বিট্ বিট্!
কালোর উপর কালো
অমাবস্যার রাত,
ভালোটা দেখলে ভাবে
সেটাও বুঝি কালো।
সব নাস্তিকের দল
আঁধারে কল্ কল্
আলোকে আলো না বলে
ভালোর সাথে করে ছল!
দুর্গন্ধময় নাস্তিকতা
দুর্গন্ধ নিয়ে বাঁচে,
কামারের মত কর্মকান্ড
করে মন্দ ঘ্রানের ধাঁচে।
ভালোটাকে মন্দের তকমা
লাগিয়ে তারা হাসে,
কত যে বড় কাজ করিল!
তৃপ্তির ঢেকর তুলে!!
এমন কাজে বনের পশুও
খক্ খক্ করে কাশে।
নাস্তিকের মন আঁধারে ঢাকা
ভালো তার সয় না,
ভালো কেউ করতে গেলে
ধরে নানান বায় না।
খারাপ মনোভাব নিয়ে
ভালোদের তালিকা করে
বাহ্ বা পেতে চায়,
তালিকা প্রকাশ করে তারা
ঘৃনাই শুধু কামায়।
২৫-০৫-২০২২
কল্যাণপুর, ঢাকা।