দূরাকাশে
দূরাকাশে তারার মেলা
ঝিকিমিকি আলো,
দীপ্তিতে চোখ জুড়ায়
মন হয় ভালো।
ডানা মেলে উড়ে পাখি
দলে দলে ঐ,
কিচিরমিচির শব্দ শুনে
শুধু চেয়ে রই।
আকাশ এত উদার কেন
আমরা কেন নই?
কঠিন দিল উদার হতে
এসো পড়ি বই।
কল্যাণপুর, ঢাকা।
০৭.০৭.২০২২