দিবস দিয়ে কোনো কিছু
পরিমাপ করা যায় না
নিত্য চিত্ত সবার তরে তাই
চাওয়া পাওয়া হারায় না।
প্রতিটি দিবস প্রভুর দেয়া
সবচে' বড় নিয়ামত
সচেতন ভাবে তা সম্মান করা
যদিও ঘটে কিয়ামত।
একটি দিন চব্বিশ ঘন্টা
সফল হওয়ার ক্ষেত্র
ভালো কাজে ভালো ফল
সহীহ নিয়তই মাত্র।
বিষয় ভিত্তিক দিবস পালন
ইহা নয়কো শরীয়ত
ইসলাম নির্দিষ্ট দিবস মানাই
মুসলিম সকল একমত।
অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া
অমুসলিমদের বানানো
জ্ঞানীর উচিৎ সুষ্ঠু সংস্কৃতির
সঠিক বার্তা জানানো।
আল্লাহ যাকে পথ দেখান
সরল পথের পায় দিশা
নিয়ম মেনে কাজ করে সে
দূর করে অমানিশা।
লেখা : ১৪-০২-২০২১