দৃষ্টি ও অন্তর
দৃষ্টির সাথে অন্তরের
আছে এক মিল,
যা দেখে তা দিয়েই
খোলে তার খিল।
খিল খোলে যায় বলে
কোনটি ভালো মন্দ,
বুঝাও যায় জানাও যায়
কেন যে এত দ্বন্দ্ব।
দৃষ্টির বার্তা পেয়ে অন্তর
করে দেয় সাবধান,
ভালোকে বরণ করে সদা
করো মিথ্যা অবসান।
ক্বলব পরিষ্কার করতে তাই
দৃষ্টির নিয়ন্ত্রণ,
করতে পার যদি পাইবে
জান্নাতের নিমন্ত্রণ।
কল্যাণপুর, ঢাকা।
০৩.১২.২৪