মানবিকতার অনন্যতা বাস্তবায়নে
সম্প্রীতির নজির স্থাপন করলেন
সহজেই সবার দৃষ্টি কাড়লেন
এতে মন ছুঁয়ে যায় মানব প্রাণে।
মৃত্যু পথযাত্রী মুমূর্ষ মুসলিম নারী
এমন সময় তিনি কী যেন খুঁজল
ডাক্তার রেখা সে মনোভাব বুঝল
তাকে কালিমা শোনালেন মন ভরি।
ডাক্তার তৃষ্ণা নয় কোনো মুসলিম
হৃদয়ে তার বিশ্বাসের প্রতি সম্মান
কাজ করে দেখালেন তার প্রমাণ
সুভাষিত তিনি হৃদয় ভরা মুনিম।
তাই তাকে লিখলাম একটি কবিতা
যদিও তাকে আমি জানিনা চিনি না
ভারতবর্ষের কেরালায় তার ঠিকানা
মানবিকতার দীপ্তি ছড়ানো সবিতা।
লা ইলাহা ইল্লাল্লাহ যখন শুনিল
রোগীর আত্মা সুখানুভূতি পেল
পরম তৃপ্তিতে তার চির ঘুম এল
মুহাম্মদুর রাসূলুল্লাহ সে পূর্ণ করিল।
লেখা: ২৩-মে -২০২১
তথ্যসূত্র: বাংলা নিউজ টুয়েন্টি ফোর