দরদি

লোভনীয় পদে থেকেও যারা
কখনো লোভ করেনি,
দেশের মাটি ও মানুষ তাদের
এখনো চিনতে পারেনি।
যোগ্যতা ও দক্ষতা দিয়ে তারা
কাজে ছিল দায়িত্ববান,
নিষ্ঠার সাথে সময় দিত অবিরত
দেশপ্রেমে মূল্যবান।
নূরানী মুখ কোমল মন মিষ্টি প্রেমে
অল্প পেয়েই তুষ্ট,
তাদের এই সংযমি আয় আর ব্যয়
মানেনি যারা দুষ্ট।
স্বপ্নময় সোনার দেশ গড়তে তারা
চিন্তা, গবেষণা, ফিকির,
মেধা, প্রতিভায় পরিশ্রমে করতো
সার্বক্ষণিক জিকির।
এমন দরদি মানবতাবাদীদের
করলে তোমরা খতম!
আপামর জনসাধারণ এখন দেখি
অসহায় নিঃস্ব অধম।

কল্যাণপুর, ঢাকা।
০৯-মে-২০২২