দীনের গান
রাষ্ট্রেতে নাই দীন যে
বেদীন বাজায় বীন যে
সত্য রাখে আড়ালে
মুচকি হাসে মিথ্যা যে।
সত্য এলো সব খানে
জাগল সাড়া মনপ্রাণে
মিছা পালায় মাঠ ছেড়ে
সঠিক ফুল ফুটলো যে।
দীনের পথে দ্বার খোলা
মুমিন মনে দেয় দোলা
সত্য দেখে বেপথি
হতে থাকে নিজ ভোলা।
হক্ব পথে যার মন টানে
যায় না ছুটে কোনখানে
শক্ত করে দীন ধরে
ফিরে আসে সৎ পানে।
কল্যাণপুর, ঢাকা।
১৬-মার্চ-২০২৩
০২-চৈত্র-১৪২৯
২৩- শাবান-১৪৪৪