ট্রায়োলেট (দীনের দাওয়াত)
দীনের দাওয়াত দিতে হবে মানুষ জনে;
কায়েম করো সবখানে পাঁচ অক্ত সালাত।
শান্তি সুখ আসে যেন সমাজে সবার মনে
দীনের দাওয়াত দিতে হবে মানুষ জনে;
দুঃখ সব সরে যাক সেই মধুর আজানে!
পাপ পুণ্য হবে তবে অভ্র মর্ত তফাত।
দীনের দাওয়াত দিতে হবে মানুষ জনে;
কায়েম করো সবখানে পাঁচ অক্ত সালাত।
কল্যাণপুর, ঢাকা।
২৫.০৭.২০২২