মুসলমানের উদারতা নিয়ে
গড়লো তারা বসত্
জন বলে আর অস্ত্র বলে
তারা এখন অসৎ।
হিংস্র থাবা বসায় তারা
স্থায়ী বাসিন্দা উপর
জায়নবাদীদের আচরণ
সবই যেন কুফর।
তোরা মানুষ হিংস্র কেন
একটু কি বলবি?
হিংস্রতা একটি নীচু কাজ
কি জবাব দিবি?
মানুষ তোরা আল্লাহর সৃষ্ট
তাই ঘৃণা করি না
তোদের আচরণ বর্বরতম
ঘৃণাই তবে পাওনা।
ছিলি ছন্নছাড়া দিশা হারা
তোরা জায়নবাদ
জায়গা দিল যারা তোরা
তাদের করছ বাদ।
গাদ্দার তোরা নিমকহারাম
অকৃতজ্ঞ এক জাত
এভাবে চলতে থাকলে তোরা
দ্রুত হবি নিপাত।
সহনশীল হও সহমর্মী হও
যা সময়ের দাবি
অস্ত্র থাকলেই জোর খাটাবি
তা ধ্বংসের চাবি।