ধোকা খায়
বোকারা ধোকা খায়
প্রতারক পূজা পায়
বোকাকে ভুল বুঝায়
জ্ঞানপাপীরা ছলাকলায়।
কপি খায় ঘাস
তাকে মনুজ বানাস
জ্ঞানের ফানুস উড়াস
তা শুনলে হাসি পায়!
কত করবে ছলনা
বিদ্যানকে কপি তুলনা
মনুস্য তুমি, ভুলনা
খুঁজে নাও উন্নত উপায়।
অহং পতন ডাকে
কলং মাখায় যাকে
পার পাবে না ফাঁকে
যতই পালাবে গুহায়।
ভুতল ছাড়তে হবে
থেকেছে কে কবে!
নেত্র বুজে ভাবো তবে
কি নিবে সাথে উহায়!
সবরের মত গুণ
যদি থাকে দ্বিগুণ
আসিবে তথায় ফাগুন
বিশ্বাসী চলে নির্ভাবনায়।
কল্যাণপুর, ঢাকা।
২৬-জানুয়ারী-২০২৩
১২-মাঘ-১৪২৯
০৩ রজব ১৪৪৪