দেশের মাটি
আমার দেশের মাটি নিয়ে
তোমার এত জ্বালা,
আমার উপর জোর খাটাও
মেলিয়া ডালপালা।
তোমার মাটি নিয়ে আমিতো
করি না বাড়াবাড়ি,
আমার স্বাধীন সার্বভৌমত্বে
তুমি করো দাদাগিরি।
কেন এমন করো বলবে কি
কী অপরাধ মোর?
গণ অভ্যুত্থানে পালিয়েছে
এক মস্তবড়ো চোর।
এ জন্য তোমার এত ক্ষোভ
আমার স্বাধীনতার উপর,
তাই তুমি চাপাতে চাও তোমার
যত শিরক কুফর।
০৩.১২.২০২৪