দেশের মানুষ
দেশের মানুষ চুরি ডাকাতি আর দেখতে চায় না
চায় তারা সুখে থাকুক, নয় মিছামিছি বায় না।
সৎ ভাবে জীবন যাপন যদি তুমি করতে চাও
মন দিয়ে কুরআন হাদীস ভালো করে বুঝে নাও
দুর্নীতি করে যারা তাদের কেউ চায় না।
এসো সবাই মিলে মিশে দেশটাকে গড়তে চাই
কষ্ট ব্যথা হলেও সবে সুখে শান্তিতে রবে তাই
দেশের মানুষ ভালো থাকলে মান কারো যায় না।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যারা তার গুণগান গায় না
হৃদয় তাদের বড়ই কঠিন, যেন হিংস্র পশু হায়না।
কল্যাণপুর, ঢাকা।
২৬ অক্টোবর ২০২২
১০ কার্তিক ১৪২৯
২৯ রবিউল আউয়াল ১৪৪৪