দেখি সদা
মুহাম্মদ মোজাম্মেল হোসেন

দেখি সদা ধরনীটা ফুলে ফলে ভরপুর
ঝলমল দিন গুলো সোনালী রোদ্দুর।

নির্ঝর ঝরে পড়ে পাহাড়ের চূড়াতে
মন ভরে দেখতে আয় যাবি কে কে
নয়নে মুগ্ধতা নিয়ে আসে মধু সুর।

সবুজের সমারোহে চারিদিকে মধুময়
পাখিদের কলরবে উৎসব শুরু হয়
দলবদ্ধ উচ্ছাসে মুখরিত মনের মুকুর।

নির্মল পরিবেশে বেড়ে যায় উল্লাস
হয় সদা সেখানে প্রেমেরই চাষবাস
হিংসার ছিটেফোঁটা হয়ে যায় সব দূর।

রুপকার রুপ দিয়ে সাজালো এ চরাচর
সাগরের ঢেউ তুলে লাগে কতো সুন্দর
তাই দেখে অবিরাম গুন গাও শুধু তাঁর।

সূর্যোদয় দেখা যায় বৃক্ষের আড়ালে
মনোরম লাগে তখন রৌদ্রে দাঁড়ালে
শুকরিয়া নিয়ামতের সরে যাক তমসুর।

মনসুরাবাদ, ঢাকা।
২১/১১//২০২৩