ডান্ডাবেড়ি
মানবতার বিরুদ্ধে অপরাধ
হৃদয়হীন এক কাজ!
ডান্ডাবেড়িতে আদালতে আনা
এতটুকুন হয় না লাজ!
যারা করে এই অমানবিকতা
দেহে কি নেই আত্মা?
আত্মা হারিয়ে নিয়েছে তারা
হিংস্র পশুত্বের সত্ত্বা!
সংবিধানের দোহাই দিয়ে
কত কি করিতে চায়!
কাউকে কষ্ট দেয়া যাবে না
সংবিধানে আছে ঠায়।
ক্ষমতার লোভে এই বিধানটি
মানতে চায় না!
নইলে প্রতিপক্ষকে সে কষ্ট
দিতে পারবে না!
হিনিয়াস ক্রাইম যারা করে
হতে পারে তার বেলায়!
কিন্ত যারা দোষী সাব্যস্ত নয়
তাদের কেন তা পরায়?
ডান্ডাবেড়ি পরা বন্ধ না হলে
তারা পাবে না রাস্তি,
ইনশাআল্লাহ তারা পরাস্ত হবে
একদিন পাবে শাস্তি।
ওহে মানবিক সত্ত্বা এবার তুমি
জাগো মানবতা জাগাতে,
অহিংস সমাজ গঠনে এগুবে
প্রাণবন্ত জাতি সাজাতে।
মানবাধিকার দিবসের কবিতা
১০ ডিসেম্বর ২০২৩