ডাইনি বুড়ি

সত্তুর পাঁচের ডাইনি বুড়ির
মেজাজ ভারি রুক্ষ,
শত্রুপক্ষ দমন করতে সে
রাখতো জ্ঞান সূক্ষ্ম।

ক্ষমতা তার বড়োই প্রিয়
ছাড়তে নাহি চায়,
দেশ জনতার তীব্র ক্ষোভে
লেজ গুটিয়ে ধায়।

পা চাটাদের সাথে নিয়ে
আঁটে নানা ফন্দি,
রক্ত দিয়ে তৃষ্ণা মিটায়
করে গণ বন্দি।

২০২৪ আগষ্ট চার, পাঁচে
শত লাশের উপর,
ক্ষমতা তার ধরে রাখতে
করে পাষাণে নির্ভর।


পুরো আন্দোলন জুড়ে সে
কঠিন খড়গ চালায়,
নিরস্ত্র ছাত্র জনতার বিপ্লবে
সে গণহত্য চালায়।

এমন ডাইনি আর না আসে
এই প্রিয় বাংলাদেশে,
সীসাপ্রাচীর হয়ে রুখতে হবে
নিশ্চিহ্ন হোক অবশেষে।

২৭-০৮-২০২৪