কর্পোরেট কাল্সার

(আজকাল),
কর্পোরেট কাল্সারের নামে
নগ্নতা করে প্রকাশ!
শয়তান মনে প্ররোচনা দ্যায়
এবং করে উপহাস!

এমন পোশাকে অফিস করা
নয় রুচিবোধের কাজ!
এসব দেখে ইবলিসও লজ্জিত
দারুণ ভাবে আজ!

গুরুজনসহ পরিবারের সবাইকে
সম্মান দাও মনে প্রাণে!
বিবেক বিরোধী কর্ম পরিহারে
থাকো ধ্যানে ও জ্ঞানে!

ঘরের বাহিরে বের হবে যেনো
এমন পোশাক পরে!
তোমার আচরণ  মনোভাবকে
সবাই সম্মান করে!

সে পোশাক পরোনা যাতে নানা
অঙ্গ হয় দৃশ্যমান!
এমনি ভাবে নিজেকে নিজে
করো নাকো অপমান?

জানি, তোমার স্বাধীনতা আছে
আছে স্বাধীনতার সীমাও!
ইসলাম তোমাকে দিয়েছে বিধান
সে বিধান কীভাবে ডিঙ্গাও?

কল্যাণপুর, ঢাকা।
১১.০৮.২০২২