ছুটে আয় মুক্তির পথে
ছুটে আয় সঠিক মতে
ছুটে আয় কুরআনের আলোতে
ছুটে আয় সত্যের ভালোতে
ছুটে আয় অশুভ তাড়াতে
ছুটে আয় ঘুমন্ত মন জাগাতে
ছুটে আয় কণ্টকাকীর্ণ পথ মাড়াতে
ছুটে আয় জনতার মন নাড়াতে
ছুটে আয় পবিত্র আবহে
ছুটে আয় থামাতে যারা আছে কলহে
ছুটে আয় জুলুমের আগুন নিভাতে
ছুটে আয় যারা মজলুম তাদের সাথে
ছুটে আয় মানবতার মুক্তির জন্য
ছুটে আয় হতে সবার কাছে অনন্য
ছুটে আয় রাসূলের অনুসারি হতে
ছুটে আয় হাদীসের বাণীটুকু মানতে
ছুটে আয় দুর্বার দুরন্ত গতিতে
ছুটে আয় মিথ্যার আগল ভাংতে
ছুটে আয় ফোটাতে সংগ্রামী সেই ফুল
ছুটে আয় পেতে মানুষের মুক্তির দু’কূল
ছুটে আয় পেতে দুনিয়ার কল্যাণ
ছুটে আয় মুছতে আছে যত অকল্যাণ
ছুটে আয় আজাবান্ নার থেকে বাঁচতে
ছুটে আয় মরণের পর কল্যাণ পেতে
ছুটে আয় অনন্ত নাজাতে
ছুটে আয় জীবন সাজাতে
ছুটে আয় ফুটন্ত ফুলের বাগে
ছুটে আয় ছুটন্ত অশ্বের আগে।
ছুটে আয় সবাইকে ভালোবাসা দিতে
ছুটে আয় সবার থেকে ভালোবাসা নিতে।
কল্যাণপুর, ঢাকা।
১০.০১.২০২২