চুলকানিরা কুপোকাত
কিছু অসভ্য লোকের চুলকানি উঠে দাড়ি টুপি দেখে
আবার, ওদের কেউ মারা গেলে এদেরকেই ডাকে।
বাবা মায়ের দোয়ার জন্য, তাদের কাছেই ছুটে
ওদের কুরআন হাদীসের জ্ঞান একটুও নেই মোটে।
আদতে এরা মুসলিম কিনা প্রবল সন্দেহ জাগে মনে
সন্দেহ জাগে এই কারণে, ইসলামী জ্ঞান নেই বলে।
এরা বয়স বেড়ে বার্ধক্যে পৌঁছে, প্রায় মরনের কাছে
মরার পরে কি জবাব দিবে কবরে, ভাবনা নাই পাছে!
দুনিয়া তাদের এতই আপন, মনে হয় তারা মরবে না!
সারা জীবন পাপ পুণ্যের খবর, ভাবে কেউ জানে না!
জেনে বুঝে দুনিয়ার প্রেমে, আল্লাহর বিধান মানে না
তাদের মনের গোপন বিষয়াদি, আল্লাহ কি জানে না?
অর্থ সম্পদ বিত্ত বৈভব, ইহা মোটেও চিরস্থায়ী নয়
বাঁচতে হলে কর সবে, আল্লাহকে, মনে প্রাণে ভয়।
চরমপন্থা পতনের কারণ, তাদের জানা দরকার,
কুরআন হাদীস বলে যায়, সাবধান হও খবরদার!
আর বাড়িস্ না সামনের দিকে, তাওবা করে নাও
খাঁটি মুসলিম হয়ে, তারপর, আল্লাহর কাছে যাও।
কিয়ামত হবে জাগবে সবাই প্রতিষ্ঠিত হবে আখেরাত
মাটির সাথে মিশে যাবে, চুলকানিরা হবে কুপোকাত।