চলে গেলেন

চলে গেলেন ‘হিরালাল ছড়া’র কবি
ব্যথা দিয়ে মন,
এমনি ভাবে সবাইকে যেতেই হবে
ছেড়ে এ ভুবন।

তাঁর সৃজনশীল আর মননশীল লেখা
দিয়ে যায় প্রেরণা,
তাঁর অফুরন্ত কাজ যা আছে অবশিষ্ট
করবে সম্পাদনা।

তাঁর বিপ্লবী চেতনা যাদের হৃদয়ে
তুলেছে জাগরণ,
তারা বসে থাকবে না নিরব রবে না
লড়বে আমরণ।

যিনি ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে
একটি রোপিত বীজ,
তিনি সবার প্রিয় ভালোবাসার আকন
আসাদ বিন হাফিজ।

দোয়া করি হে পরোয়ারদিগার তোমার
বান্দাকে করিও মাফ,
তাঁর লেখনি পড়ে যারা, সেই পাঠকের
হয় যেন দিল সাফ।

ঢাকা-
০১ জুলাই ২০২৪

জন্ম-০১ জানুয়ারী ১৯৫৮
মৃত্যু-০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১,
২৪ জিলহজ্জ ১৪৪৫
সময়: রাত-১২:৫৫ মি.