চেতনার ফেরিওয়ালারা

চেতনার ফেরিওয়ালারা স্বার্থ পূজারী
ন্যায়ের পথে থাকতে পারে না।
যদি পাছে নাখোশ হয় খুনি স্বৈরাচারী
তাই পা চাটা ভুলতে জানে না।

পা চেটে চেটে তারা মিথ্যা কথা লেখে
তরুণদের আন্দোলনে ভয় পায়।
গোঁফ ভরা মুখে নানা ভুল ভাল্ শেখে
জাতীয় কাজে নিজেকে লুকায়।

মুখোশধারী দুর্বৃত্ত আতঙ্ক ছড়াতে থাকে
জনমনে জ্বালায় অশান্ত দাবানল।
স্বস্তি কেড়ে নেয় আর সত্য লুকিয়ে আঁকে
বিতৃষ্ণ নিষ্ঠুর অমানবিক জ্বালাতন।

এরা সমাজের আবর্জনা অপরিচ্ছন্ন কীট
দুর্গন্ধ ছড়াতে থাকে দম বন্ধ করা গন্ধ।
অচেনা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিট
অপসারণ না হলে হারাবে সততার ছন্দ।

মনসুরাবাদ ঢাকা।
১৯/০৭/২০২৪