বৃষ্টির জন্য প্রার্থনা
আসমান জমিনের মালিক তুমি হে আল্লাহ
যাবতীয় প্রশংসা তোমার জন্য হে আল্লাহ।
আমাদের তাওবা কবুল করো
আল্লাহ! ওগো আল্লাহ!!
আমাদের মাফ করে দাও
আল্লাহ! ওগো দয়াময় আল্লাহ!!
ওগো আল্লাহ বৃষ্টি দিয়ে পরিবেশ
সজীব করে দাও
উত্তপ্ত তাপদাহ দূর করে দাও
শীতল করে দাও।
আমাদের ক্ষমা করো ওগো দয়াময় আল্লাহ
আমাদের রহমতের বৃষ্টি দাও ওগো আল্লাহ।
নিয়মিত তোমাকে ডাকার
তৌফিক দাও হে পরোয়ার
নিয়মিত সালাত পড়ার
তৌফিক দাও হে পরোয়ার
হক্ব দারের হক্ব আদায়ের তৌফিক দাও
মোরে তৌফিক দাও তোমার প্রশংসা করার।
ফসলাদি ফলতে বৃষ্টি দাও
পশু পাখি বাঁচতে বৃষ্টি দাও
গাছগাছালির জন্য বৃষ্টি দাও
সুপেয় পানি পেতে বৃষ্টি দাও
খাঁটি মনে তাওবা করার মিনতি আমাদের রাখো
আমাদের ক্ষমা করো প্রভু আমাদের ক্ষমা করো।
বিনয়ী হবার তৌফিক দাও
কৃতজ্ঞ হবার তৌফিক দাও
তারিফ করার তৌফিক দাও
তুমি ছাড়া নেই কোন মাবুদ
বান্দার প্রয়োজন পূরণকারী একমাত্র তুমি আল্লাহ
কায়মনোবাক্যে তোমার দরবারে প্রার্থনা হে আল্লাহ।
২৫.০৪.২০২৪