সন্তানের বয়স কমানাের প্রবণতা
অনেক বাবা মায়ের আছে
স্রষ্টার দেয়া সময় পরিবর্তন কি ঠিক
আমার প্রশ্ন তাদের কাছে?
সন্তানের ভবিষ্যৎ নির্ধারিত আছে
আপনার আমার চিন্তা নয়
স্রষ্টার দেয়া রিজিক পাবেই তারা
কুরআন হাদীসে বর্ণিত রয়।
কর্মঠ কর্মস্পৃহা আছে মেধা প্রতিভা
যথাযথ করবে প্রয়োগ
স্রষ্টা ও সৃষ্টির মাঝে ঈমানী বন্ধন
ইবাদতে গড়বে সংযোগ।
একনিষ্ঠ করলে কাজ অন্তরে ভয়
হালাল উপায়ে উপার্জন
ভরসা ও শক্তি চাইবে প্রভুর কাছে
করতে সন্তোষ অর্জন।
আর নয় মানষিকতা বয়স কমানোর
সত্যকে করি সম্মান
জীবনের সব কিছু সঁপে দেই আল্লাতে
গেয়ে যাই তাঁর গান।