বসন্ত ফুল

কাননে ফুল ফোটে নি
বসন্ত এসেছে,
পাখি কুল ডালে ডালে
সুর তুলেছে।

পহেলা ফাল্গুন হলুদাভ
সরোবরে মন কেড়েছে।

শিমুল পলাশ দেবদারু
মাদার মহুয়া,
ছড়ায় পালাম মণিমালা
ফোটে ঐ ডালিয়া।
পলকজুঁই স্বর্ণশিমুল দেখ
হৃদয়ে ক্যামেলিয়া,
রক্তকাঞ্চন রুদ্রপলাশ ও
গাব গ্লিরিসিডিয়া।
মরু মন সজীব শ্যামলে
সুখেরালোতে ভরেছে।

ইউক্যালিপটাস কৃষ্ণচূড়ার
ছায়াতে দেহ মন,
হীমেল বায়ুতে শীতল হয়ে
হাসিতে তনুমন।

বাসন্তি ডাকে সময়ের বাঁকে
ফুলেল ঘ্রাণে অতি কাছে।

১৪-০২-২০২৪