মাইক্রোফোনের সামনে এসেই
আবল তাবল বকে
মানায় না যে কথা বলাটা সে কথা
কে দিয়েছে তাকে?
হুমকি দিয়ে বলে-'আমরা কি ভাই কম'?
মনে রাখিস-'আমরা তোদের যম'?
তোদের ছাড়াই জানাজা পড়াই একদম।
নমনিয়তার ধারধারে না
সত্যিকারের পথ মানে না
গলা ফাটায় পরানে থাকে শয়তানি নির্মোক
তাজ্জব বাক-এরা সঠিক বলার যোগ্য না।
ধমকা ধমকি তাদের পেশা
চিল্লাচিল্লিই যাদের নেশা
অহংবোধের আগুনে পুড়ে ছাঁই
নেমে আসে ললাট কোণে দুঃখবোধের অমানিশা।
চলতে ফিরতে যাদের দরকার
হওনা তাদের বন্ধু এবার
পেতেও পারো সরল পথের অনুসন্ধান
শশীসম জ্যোতি যাদের দাও চিত্ত দিয়ে দীপ্ত মান
মমতা দিয়ে দুহাত বাড়িয়ে দানিও তাদের পুষ্পদান
অনুগামী হয়ে মৃগনাভী নাও তারা যে বন্ধু অনুপম।