বোকারাম

সবাই যেনো বোকা, খায় শুধু ধোকা!
চেয়ে চেয়ে রয়,
কোনো কিছু ঠিক নেই জেনেও তারা
বড়ো পায় ভয়।
জনম জনম হজম করে সব যাতনা
বুক ফাটেতো মুখ ফাটে না!
ধোকাবাজ ধোকা দিতে দিতে তার
নেই চিন্তা নেই ভাবনা!
হায়রে বোকা আর খেয়ো না ধোকা!
এবার একটু জাগো,
ধোকাবাজকে বলো, আমরা এসেছি!
এবার তোমরা ভাগো!!

০৮.০৮.২০২২
কল্যাণপুর, ঢাকা।