বিভেদের দেয়াল, দিতে পারো শুধু
নানা আঙ্গিকে নানান ভঙ্গিমায়,
একতার দেয়াল গড়তে জানো না, থাকো,
অশুভ বিভ্রান্ত চেতনায়।

তুমিই সব বুঝো, আর কেউ বুঝে না
শুধু মনেতে এই ধ্যান,
অন্যকে তুচ্ছ ভাবো, বয়ানে বক্তৃতায়
এটাই কী তোমার জ্ঞান?

অপরকে সম্মান করলে, সম্মান পাবে
বিলাবে ভালোবাসা তোমায়,
কারো মর্যাদাহানী না করে, জড়াও প্রেমাঙ্গনে
আল্লাহ হবে তোমার সহায়।

বিভ্রান্তি নয়, নয় বিরোধ, সঠিকটা বলো-
যদিও সত্যটা হয় তিক্ত,
সঠিক তথ্য আলো ছড়ায়, বিরোধ মিটায়
মনন হয় সত্যতে সিক্ত।

সুখময় সুন্দর সোনালী সমাজ গড়তে হলে
ভাঙ্গতে হবে বিভেদের দেয়াল,
ভালোবাসায় ভালোবাসা হোক ভালোবাসাময়
ধ্যানে জ্ঞানে তার রাখিবে খেয়াল।

মনসুরাবাদ, ঢাকা-১২০৭।
১৮.০৩.২০২২