বিশ্ব বিজয়ী


আলকুরআন মনের খোরাক
অতি মূল্যবান,
কুরআন পড়ে বিশ্ব বিজয়ী
খুব ই ভাগ্যবান।
ঐ যে সেই ছেলেটি প্রথম হলো
বিশ্ব দরবারে,
লাল সবুজের পতাকাটির মান
উদ্ধে তুলে ধরে।
আল-কোরআন এমনই বাণী
মুগ্ধ করে সবারে,
এই কুরআন মেনে চলে যিনি
গর্ব সহকারে।
সালেহ আহমদ তাকরীম কে
জানাই অভিনন্দন,
কুরআন কে ভালোবাসেন যারা
করে পূর্ণ অনুসরণ।
উস্তাদ যারা শিখিয়েছে আদব
তাদের ফুলেল শুভেচ্ছা,
কুরআন হোক জীবনের তাগিদে
পূর্ণাঙ্গ প্রয়োজনীয় ইচ্ছা।

মনসুরাবাদ,ঢাকা।
০৬ এপ্রিল ২০২৩
২৩ চৈত্র ১৪২৯
১৪ রমাদান ১৪৪৪